জার্মানির হামবুর্গে ছুরিকাঘাতে ১৭ জন আহত

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের একটি প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। জার্মানির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ব্যস্ততম সময়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এখনও হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। জার্মান পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে।

শহরের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, হামলায় ১৭ জন আহত হয়েছে। তবে পুলিশ পরে জানায়, হতাহতদের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি।

হামবুর্গ পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে একটি বড় পরিসরের অভিযান চালানো হচ্ছে। শহরের সেন্ট্রাল স্টেশনে হামলাটি ঘটে।

পুলিশ বলেছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, একজন ব্যক্তি মূল স্টেশনে ছুরি দিয়ে একাধিক ব্যক্তিকে আহত করেছে। তবে পুলিশ পরে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন বলে তারা বিশ্বাস করে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ঘটেছে প্ল্যাটফর্ম ১৩ এবং ১৪-এর কাছে। ওই প্ল্যাটফর্ম দুটিতে একটি ব্যস্ত প্রধান সড়ক দিয়ে প্রবেশ করা যায়। ঘটনার সময় একটি ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু আহত ব্যক্তিকে ট্রেনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়েছে।

জার্মান রেল অপারেটর ডয়চে বান জানিয়েছে, স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেন পরিষেবায় বিলম্ব ও রুট পরিবর্তন করা হয়েছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেক জরুরি সেবাকর্মী ও যানবাহন সেখানে উপস্থিত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন নারীকে হাত পিছনে বাঁধা অবস্থায় পুলিশ সদস্যরা প্ল্যাটফর্ম থেকে একটি পুলিশের গাড়িতে তোলেন।

হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহণ কেন্দ্র, যেখানে প্রতিদিন সাড়ে ৫ লাখের বেশি যাত্রী চলাচল করেন বলে স্টেশনটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ব্যস্ত সময়ে এখানে সাধারণত অতিমাত্রায় ভিড় থাকে।

গত কয়েক মাসে জার্মানিতে এটি সর্বশেষ সহিংস হামলার মধ্যে অন্যতম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *