৪ বিভাগে রেকর্ড বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণিঝড় ‘শক্তি’ আসছে

Spread the love

জনতারকথা ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, যা রূপ নিতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে টানা ৩ দিন দেশের বিভিন্ন জেলায় রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি কীভাবে স্থলভাগ অতিক্রম করতে পারে সে বিষয়েও ধারণা দিয়েছেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭ কিংবা ২৮ মে (মঙ্গল বা বুধবার) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় প্রায় ৬৩ কিলোমিটারের বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলে। তবে বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় প্রায় ৬৩ কিলোমিটারের চেয়ে কম হয়ে থাকে তবে তাকে লঘুচাপ (৩১ কি.মি./ঘণ্টা অপেক্ষা কম) বলা হয়। পাশাপাশি বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬২ কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়।

পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৯, ৩০, ও ৩১ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই ৩ দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপরে ৫০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পোস্টে তিনি আরও জানিয়েছেন, ভারি বৃষ্টিপাত কোন বিভাগের উপরে হবে সেটি লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোন স্থানের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করবে তার উপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের উপর দিয়ে প্রবেশ করে, তবে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবেশ করে, তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারি বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবারের (২৭ মে) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যেটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সম্ভব্য এ ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেওয়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *