
নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন- বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না।
আজ সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে, তারাই মূলত মিডিয়াকে চাপে রাখে। তিনি আরও বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। এজন্য মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার।
এ সময় সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে, দেশে ততই সংকট বাড়বে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।