ব্যক্তির কোদাল-কাঁচির আঘাতে নিহত দুই

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সাইদুল (৪০) নামে এক ব্যক্তির কোদাল ও কাঁচির আঘাতে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) ও হাফেজা বেগম (৪৫) নামে দুইজন নিহত হয়েছে।

এ সময় আরও দুই আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে। ঘাতক ওই এলাকার আফতাব উদ্দিনের ছেলে সাইদুলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহত বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ওই এলাকার মৃত সলিম উদ্দিন ফকিরের ছেলে এবং হাফেজা বেগম ওই এলাকার সহিদের স্ত্রী।

ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয়রা বলছেন, সাইদুল কয়েকদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনের আচরণ করছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে বাড়ির উঠানে বসে আশরাফ উদ্দিন ধান মাপ ছিলেন। সাইদুল হঠাৎ করে পিছন থেকে এসে কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে আশরাফ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্বজনরা আশরাফ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ উদ্দিনকে মৃত ঘোষণা করে।

এছাড়াও আশরাফ উদ্দিনকে আঘাত করে বাড়িতে গিয়ে বড় ভাইয়ের স্ত্রী হাফেজা বেগমকে ধান কাটার কাচি দিয়ে গলা কেটে হত্যা করেন ঘাতক সাইদুল ইসলাম। এসময় একই গ্রামের কালু সিকদারের ছেলে মুক্তিযোদ্ধা সোলাইমান সিকদার, ফয়েজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে স্থানীয় এলাকাবাসী সাইদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ভালুকা মডেল থানার পুলিশ। স্থানীয় জামাল উদ্দিন আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এই ঘটনায় আঘাত সাইদুলকে আটক করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার কারণ উদ্‌ঘাটন করতে পুলিশ তদন্ত করেছে।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *