হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

Spread the love

ভোলা প্রতিনিধি

ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৮ মে) ভোররাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। তাদের কাছ থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত মাংস ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *