সারাদেশে গ্রেপ্তার ১৫৪০

Spread the love

নিজস্ব প্রতিবেদক

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭১ জন।

বুধবার (২৮ মে) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি পাইপগান, একটি বার্মিজ চাকু, দুইটি ছোড়া, একটি চাইনিজ কুড়াল, একটি দা ও দুইটি তলোয়ার উদ্ধার করা হয়।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *