খাদ্যে বিষক্রিয়ায় নারীর মৃত্যু, একই পরিবারের ১১ জন হাসপাতালে

Spread the love

যশোর প্রতিনিধি ।

যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামে পারিবারিক অনুষ্ঠানে খাদ্য গ্রহণের পর বিষক্রিয়ায় ম নার্গিস বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পরিবারের আরও ১১ জন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে গত ২৬ মে ফারুক হোসেনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে পোল্ট্রি মুরগি ও ডালের খাবার পরিবেশন করা হয়। রাতেই খাবার গ্রহণের পর সকলের পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।

গুরুতর অসুস্থ নার্গিস বেগম ও তার শাশুড়ি আনোয়ারা বেগমকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে নার্গিস বেগমকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ২৮ মে সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
একই পরিবারের অসুস্থ অন্য সদস্যরা হলেন: মো. ফারুক হোসেন (৬০) বৃষ্টি (১৮), পিংকি (১৯), সুইটি (২০) সাফওয়ান (৪), সাবিহা (১.৫), সাদিকা (৪), আনোয়ারা বেগম (৭০), মো. জুবায়ের (২), সেলিনা খাতুন (৩৫) ও হাসিকুল (১৩)।

তাদের মধ্যে আনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল আল মোদাচ্ছির জানান, ২৬ মে রাত ৯টার দিকে শিশুসহ চারজনকে ফুড পয়জনিং-এ আক্রান্ত অবস্থায় আনা হয়। এদের মধ্যে এক বৃদ্ধা ও চার মাস বয়সী শিশুর ডায়রিয়ার মাত্রা এতই বেশি ছিল যে বাথরুম বন্ধ রাখা যাচ্ছিল না। অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *