
মিরপুর, কুষ্টিয়া, প্রতিনিধি।
তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি “এই স্লোগানকে সামনে রেখে মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল দশটায় মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও তামাক বিরোধী টাস্কবারে কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা সহ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পীযুষ কুমার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তামাক এর বিকল্প চাষযোগ্য ফসলসমূহ, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। তামাক কোম্পানি রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার-প্রচারণা করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ অতিবিলম্বে এই সকল বিজ্ঞাপন প্রচার-প্রচারণা বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।তামাক গ্রহনের ফলে তামাক গ্রহনকারী যেমন ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ঠিক তেমন ভাবে তার আশেপাশে থাকা লোকজন একই ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি দাবী করা হয় এবং যথাযথ আইন প্রয়োগের জন্য দাবি করা হয় ।
পরিশেষে, তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও মূল্যবান বই বিতরণ করা হয়।