গাছ ফেলে যানবাহনে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতি

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে বাগড়াবাড়ি এলাকায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টায় বিভিন্ন যানবাহনে ঘণ্টাব্যাপী এই ডাকাতির ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপভ্যানে ডাকাতি চালায়। বাধা দিতে গিয়ে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতরের বাগড়াবাড়ি নামক স্থানে রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতরা। ডাকাত দলটি দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ২০ থেকে ২৫টি যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। তাদের সবার মুখ মুখোশে ঢাকা ছিল।

এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে ফেলে রাখা গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান জানান, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *