25.2 C
New York
Tuesday, July 29, 2025

Buy now

spot_img

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় আজ শনিবার (৩১ মে) সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ জন সেখানে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সেখানে চিকিৎসাধীন একজনের ডান হাত কাটা পড়েছে এবং অন্যজনের মাথায় আঘাত লেগেছে। তবে তারা এখন আশঙ্কামুক্ত।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles