আ. লীগ নেতা কাজল গ্রেপ্তার

Spread the love

বগুড়া প্রতিনিধি

 

বগুড়ায় আওয়ামী লীগ নেতা মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

মোশফিকুর রহমান কাজল আওয়ামী লীগের কাহালু উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনে অংশ নেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র- জনতার জুলাই আন্দোলনের মামলায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *