
আন্তর্জাতিক ডেস্ক:
হজের জালিয়াতি বিজ্ঞাপন এবং জাল পরিষেবা অফার দেয়ার অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। রবিবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
মক্কা আঞ্চলিক প্রশাসন এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদের কাছ থেকে নগদ অর্থ এবং জাল ভাউচার উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরাহ প্রসিকিউশন ঘোষণা করেছে, হজযাত্রীদের প্রতারণা করার উদ্দেশ্যে প্রতারণামূলক হজের বিজ্ঞাপন প্রকাশ এবং জাল কুরবানীর ভাউচার বিক্রিসহ জাল পরিষেবা প্রদানের অভিযোগে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে, যেখানে আইন অনুসারে তাদের কারাদণ্ড, জরিমানা এবং অবৈধ কর্মকাণ্ডের সম্ভাব্য শাস্তির মুখোমুখি হতে হবে।
হজযাত্রীদের শোষণ করার বা তাদের অধিকার লঙ্ঘনের চেষ্টাকারী যে কাউকে খুঁজে বের করার জন্য চলমান প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। জনসাধারণকে সরকারি নিয়মকানুন এবং হজ নির্দেশিকা অনুসরণ করার এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, মে মাসের শুরুতে একই ধরনের একটি ঘটনার পরপরই এমন আরেকটি ঘটনা ঘটলো। ওই সময় একজন ইন্দোনেশিয়ান বাসিন্দাকে অনলাইনে প্রতারণামূলক হজের বিজ্ঞাপন পোস্ট করার এবং সংশ্লিষ্ট জালিয়াতির সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তবে এবার আটক দুইজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।