চৌহালীতে তিন বাড়ি থেকে ২১০ বস্তা সরকারি চাল জব্দ

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের “ভালনারেবল উইমেন বেনিফিট” (ভিডাব্লিউবি) কর্মসূচির জন্য বরাদ্দকৃত ২১০ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুতের অভিযোগে জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন (রবিবার) রাত ৯টা থেকে ২ জুন (সোমবার) ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ঘোরজান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি পৃথক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রতিটি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে মোট প্রায় ৬.৩ টন চাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত বস্তাগুলোর গায়ে ভিডাব্লিউবি কর্মসূচির সরকারি সিল দেখে নিশ্চিত হওয়া গেছে, এগুলো দুস্থ ও হতদরিদ্র নারীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত ছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় মো. মোহাম্মদ আলী নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে চৌহালী থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে অংশ নেন চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, তদন্ত ওসি মো. সাখাওয়াত হোসেন, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *