
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ (নিষিদ্ধ) ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। সোমবার (২ জুন) রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪০), ওয়ার্ড বিএনপির সদস্য সাইফুল ইসলাম (৩৫) ও ইউনিয়ন ছাত্রদলের নেতা এনামুল হক (২৫)। আহতদের বাড়ি একই ইউনিয়নের মঈনপুর গ্রামে।
হালুয়াঘাট বাজারের টোল আদায় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা রাসেল মিয়ার সঙ্গে হোসেন মিয়া গংদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাসেল গ্রুপের সদস্যরা সুজন মিয়াসহ তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যেককে মাথায় কুপিয়ে আহত করে। আহতরা আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতরা কোনও রাজনৈতিক সংগঠন নেতাকর্মী কি না জানা নেই।