
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
নিহতরা হলেন- রাতুল (২৪), তার সহোদর ভাই অতুল (১৪) ও তাদের বাবা আমজাদ (৫০)। তারা শেরপুর সদরের কামারচর এলাকার বাসিন্দা।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, রাত থেকেই মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৯টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যায়। এই ঘটনায় গাড়ির চালক ও আমজাদের স্ত্রীসহ তিন জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের লাশ গোড়াই হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।