আত্মসমর্পণকারী ১২৭ জলদস্যুকে

Spread the love

নিউজ ডেস্ক

দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর হাতে ঈদ উপহার তুলে দিয়েছে চট্টগ্রাম র‍্যাব। মঙ্গলবার (৩ জুন) নগরের পতেঙ্গায় র‍্যাব কার্যালয়ের এলিট হলে এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। ঈদুল আজহা উপলক্ষ্যে র‍্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
র‍্যাব-৭ জানায়, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূল থেকে এসব জলদস্যুরা ‘আলোর পথের অভিযাত্রী’ হিসেবে আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আত্মসমর্পণের পর এসব মানুষকে সমাজে ফিরিয়ে আনতে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। ঈদ উপহার তারই অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী, মেডিকেল অফিসার মেজর মো. সাদমান সাকিব, সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেনসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা।
আত্মসমর্পণকারী কয়েকজন বলেন, র‍্যাবের সহায়তায় তারা এখন স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। অনেকেই ছোটখাটো ব্যবসা করছেন বা শ্রমজীবী পেশায় যুক্ত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *