বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

Spread the love

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর সদরের নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), চরলাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাশেম (৩৫) এবং ফেনী জেলার বাসিন্দা লঞ্চের ইঞ্জিন প্রকৌশলী নূরে আলম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণপুর গ্রামের অটোরিকশা চালক সোহেল মিয়া গ্যাস সংগ্রহ করতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথে ইব্রাহিমপুর এতিমখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী দুরন্ত পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীরা নিহত হন।
মরদেহ উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। নিহতদের পরিবারে আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *