কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত

Spread the love

নিউজ ডেস্ক

এক মাস অতিবাহিত হওয়ার আগেই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ নির্দেশনা দেন।

বুধবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের কমিটি স্থগিতাদেশ বহাল থাকবে। তবে ওই চিঠিতে কমিটি স্থগিত করার কারণ উল্লেখ করা হয়নি।
জানা যায়, গত ১৬ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনের পর পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

পরদিন ১৭ মে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। মিছিলটি নগরীর কান্দিরপাড় লির্বাটি মোড়ে এসে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। করা হয় ভাঙচুর। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়। তবে একই দিন ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটি এখনো বহাল আছে।
এদিকে রাতে সদ্য স্থগিত হওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী সমকালকে বলেন, আমরা কেন্দ্র থেকে কমিটি স্থগিত হওয়া চিঠি পেয়েছি। জেলা ছাত্রদল অনেক বড় সংগঠন। এখন হয়তো কেন্দ্র নতুন করে আবার কমিটি বিন্যাস করবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *