ঈদে তামাবিল স্থলবন্দরে ১১ দিন বন্ধ আমদানি-রফতানি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট

ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী রোববার ১৫ জুন পর্যন্ত পাথর আমদানি-রফতনি বন্ধ থাকবে। রোববার (১৬ জুন) থেকে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
তামাবিল স্থলবন্দর চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক বলেন, তামাবিল স্থলবন্দর পাথর আমদানি গ্রুপের সংগঠনের পক্ষ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ১৬ জুন থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ মো. সামিম মিয়া বলেন, ঈদে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনও কার্যক্রম চলবে। উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *