
নিউজ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে স্থাপিত রাবারের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা বাইক যোগে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার। তারা দুজনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে করে ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর ওই বাইক চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে বসানো রাবারের রোড ডিভাইডারের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে, দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক অবরোধ করে। তারা মহাসড়কের মাঝখানে স্থাপিত রাবারের ডিভাইডারগুলোকে দুর্ঘটনার জন্য দায়ী করে সেগুলো অপসারণের দাবি জানান। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন মোবাইল ফোনে বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনা নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।