গাজামুখী ত্রাণবাহী জাহাজটি নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’ ইসরায়েলের নৌবাহিনী আটকের পর আশদাদ বন্দরে নিয়ে গেছে। স্থানীয় সময় সোমবার রাতে ১২ জন মানবাধিকারকর্মীসহ জাহাজটি বন্দরে পৌঁছায়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটি বন্দরে ভিড়েছে এবং যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সংস্থাটি যাত্রীদের ছবি প্রকাশ করেছে, যার মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের ছবিও রয়েছে।
এফএফসি জানিয়েছে, গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে ‘ম্যাডলিন’ জাহাজটি ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে। জাহাজে চাল, ময়দা, শিশুদের দুধ ও ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও কৃত্রিম অঙ্গ ছিল।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পরে সেটিকে আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়।
জাহাজে থাকা মানবাধিকারকর্মীদের ইসরায়েলের রামলে শহরের একটি আটক কেন্দ্রে নেওয়া হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আদালাহ। সংস্থাটি তাদের আইনি সহায়তা দিচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে গাজার দিকে ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ত্রাণ প্রবেশে বাধা এবং অনাহারের কারণে শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদেই এই মিশনে অংশ নেয় মানবাধিকারকর্মীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *