স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্ত্রী হত্যার মামলায় পলাতক আসামি হাসিবুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) রাতে সেনাবাহিনীর সহযোগিতায় লালমনিরহাট মিশন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী এমি খাতুন (২১) কে পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেন হাসিবুল। ঘটনার পরই তিনি পালিয়ে যান।

নিহত এমি খাতুন উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং একরামুল হকের মেয়ে।
ঘটনার পর নিহতের পিতা একরামুল হক পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ আসামিকে ধরতে অভিযান শুরু করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তার দেশত্যাগ ঠেকাতে বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়।চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সেনাবাহিনীর টহলের সময় মিশন মোড় এলাকা থেকে হাসিবুলকে আটক করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,আসামিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *