এবার মাস্ক জানালেন, তিনি ‘অনুতপ্ত’

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

এবার মাস্ক জানালেন, তিনি ‘অনুতপ্ত’যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই চলছিল বিরোধ। তবে এবার যেন থামতে চান ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু ‘পোস্ট’ এর জন্য তিনি ‘অনুতপ্ত।’

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্ট এ এ কথা জানিয়েছেন ইলন মাস্ক। তিনি লেখেন, ‘গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। এগুলো অনেক দূরে চলে যায়।’

তবে কোন ইস্যুর জন্য মাস্ক ‘অনুতপ্ত’ তা বিস্তারিত জানাননি তিনি। গত মাস পর্যন্ত ট্রাম্প প্রশাসনের দক্ষতা বৃদ্ধি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন মাস্ক।

ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ব্যয় বিলের সমালোচনা করেন মাস্ক। এরপর থেকে দুইজনের দূরত্ব শুরু হয়।
চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ‘আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা।’

ট্রাম্প প্রশাসন এ ধরণের সিদ্ধান্ত নিলে বেশ মুশকিলে পড়ার কথা মাস্কের। ওই সময়ই মাস্কের মালিকানাধীন ইলেকট্রিক গাড়ি ও ক্লিন এনার্জি কোম্পানি টেসলার শেয়ারের দাম ১৪ শতাংশ কমে যায়।

এদিকে এরইমধ্যে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়েছেন মাস্ক। তাঁর কোম্পানিগুলোর তহবিল কমানোর বিষয়েও ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন। এ বিরোধ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পড়ার আশঙ্কা আছে। সর্বশেষ নির্বাচনে ট্রাম্পের পেছনে অর্থ ব্যয় করেন এই ধনকুবের।

এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনার কথা জানিয়েছেন মাস্ক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জরিপ চালান। সেখানে প্রশ্ন রাখা হয়, ‘যুক্তরাষ্ট্র কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যারা আসলে মধ্যবর্তী ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে?’ মাস্কের দাবি, সাড়া দেওয়া মানুষের ৮০ শতাংশ তাঁকে সমর্থন করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *