চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

বুধবার (১১ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ শনাক্ত ব্যক্তি ২৭ বছর বয়সী একজন পুরুষ, যিনি নগরের বাসিন্দা। তার নমুনা পরীক্ষা করা হয় নগরীর একটি বেসরকারি ডায়গণস্টিক সেন্টারে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়, আজ নতুন করে একজনের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তিনজন নগরের এবং একজন মীরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত নমুনা পরীক্ষা করছি এবং শনাক্ত ব্যক্তিদের পর্যবেক্ষণে রেখেছি।
তিনি আরও বলেন, জনসাধারণকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সীরা যেন মাস্ক ব্যবহার করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *