জুনের মধ্যেই এনসিপির নিবন্ধন সম্পন্ন হবে: সারজিস আলম

Spread the love

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি জুন মাসেই দলটির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঈদের ছুটি শেষে ফের কর্মতৎপরতা শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধন কার্যক্রম শেষ করব।
সারজিস আলম জানান, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠনসহ প্রয়োজনীয় সব অফিসিয়াল কাজ দ্রুত সম্পন্ন করে জুন মাসেই রেজিস্ট্রেশন জমা দেওয়া হবে।

তিনি বলেন, “রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হলে ঘরে ঘরে পৌঁছাতে হবে। সে লক্ষ্যেই সারাদেশে সাংগঠনিক ভিত্তি মজবুত করছি। এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটি এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, “আমরা একটি নিরপেক্ষ, সহিংসতামুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কালো টাকা, পেশিশক্তি বা ক্ষমতার অপব্যবহারের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না।”

তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার আচরণের প্রত্যাশা করেন এবং বলেন, “ভোট চুরি কিংবা কেন্দ্র দখলের মতো ঘটনাকে নীতিগতভাবে প্রত্যাখ্যান করে এনসিপি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *