জিম্মি ও যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি: ইসরায়েল

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘জিম্মি আলোচনা-যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে, হামাসের সঙ্গে আলোচনা এগিয়েছে।

তিনি আরও বলেন, ‘তবে এখনই আশা সৃষ্টির সময় নয়। কিন্তু আমরা এখন নিরলসভাবে কাজ করছি। আমি আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারব।
মঙ্গলবার রাতে তাঁর দেয়া ভিডিও বার্তাটি প্রচার করা হয়। সিনহুয়া ও বাসস এ খবর জানায়।

সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিডিও বার্তা দেওয়া পর নিজ মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে বৈঠক করার কথা নেতানিয়াহুর।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাএর জানিয়েছেন, হামাসের সঙ্গে আলোচনায় সম্প্রতি কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘সম্প্রতি নির্দিষ্ট কিছু অগ্রগতি হয়েছে। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমরা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যেটির মধ্যে যুদ্ধবিরতি থাকবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অবরোধের কারণে অনাহারে আছে গাজার বাসিন্দারা। জাতিসংঘের দাবি, ওই অঞ্চলটিতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাবে দ্রুত ইতিবাচক সাড়া দেয় ইসরায়েল। হামাস প্রস্তাবটি পড়ে নিজেদের পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে ধরে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *