রাইস কুকার-গ্যাস স্টোভ উৎপাদনে কর অব্যাহতি

Spread the love

নিউজ ডেস্ক

দেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিনিয়োগ বাড়াতে রাইস কুকার ও গ্যাস স্টোভ উৎপাদনে শতভাগ কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা চলবে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

এর আগে ২০২১ সালে ইলেকট্রিক সেলাই মেশিন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড ও কিচেন নাইভসসহ কয়েকটি হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনে শতভাগ কর অব্যাহতি দেয় সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও দুটি পণ্য—রাইস কুকার ও গ্যাস স্টোভ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে কর অব্যাহতির এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে কোম্পানি আইন ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন, নিজস্ব কারখানায় নির্দিষ্ট পরিমাণ মূল্য সংযোজন, আয়কর অধ্যাদেশের বিধান মানা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা।

শতভাগ কর অব্যাহতির জন্য এনবিআরের কাছে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে, যারা প্রতিষ্ঠান পরিদর্শন ও নথিপত্র যাচাই করে চূড়ান্ত সুপারিশ দেবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি ইলেকট্রনিক্স পণ্য বর্তমানে বিদেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে রেফ্রিজারেটর, টেলিভিশন, ফ্রিজার, ওয়াশিং মেশিন, রাইস কুকার, গ্যাস স্টোভ, ফ্যান, হট প্লেটসহ নানা পণ্য রয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কর অব্যাহতি ও নীতিগত সহায়তা থাকলে ইলেকট্রনিক্স খাতটি বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি খাতে রূপ নিতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *