বেনাপোলে সন্ত্রাসী পিচ্চি রাজা গ্রেফতার

Spread the love

যশোর প্রতিনিধি ।

যশোর সীমান্তের বেনাপোলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বার্মিজ চাকুসহ ১৬ মামলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতারকৃত রাজা যশোর খড়কি এলাকার জাহাঙ্গীরের ছেলে।

গ্রেফতারের সময় তার নিকট বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২ বোতল বিদেশি মদ, ১টি বার্মিজ চাকু, ১টি মোবাইল এবং নগদ বাংলাদেশি ৪ হাজার দুইশত টাকা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ছিনতাই, মাদক ও অস্ত্র ব্যবসাসহ ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। তার সহযোগী হিসেবে জয়, রাজিব এবং পিচ্চি রবি কাজ করে। তার নামে যশোরের কোতয়ালী থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং মাদক নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে। তার স্ত্রী ও ভাই বোনেরা মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা এর নামে যশোর কতোয়ালী থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং মাদক নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।

বর্তমানে সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকায় যশোরের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের জন্য তৎপর ছিল। অবশেষে বিজিবি’র অভিযানে তাকে আটক করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান। আটককৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *