
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকার সড়ক দুর্ঘটনায় মোঃ মোহাম্মদ লাভলু (২৩) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী জলঢাকা উপজেলার পাঠান পাড়া নিজ পাড়া এলাকার মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭ টায় পাঠানপাড়া বাজারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোঃ মোহাম্মদ লাভলু নিহত হয় ।
ঘটনার সত্যতা বার্তা ২৪.কমকে নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন। তিনি জানান ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।