লালমনিরহাট সীমান্তে পুশইন ৩, শূন্যরেখায় অপেক্ষমাণ ৯

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্টে পুশইনের শিকার ৩ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পুশইনের অপেক্ষায় শূন্যরেখায় আছেন ৯ জন।

শনিবার (১৪ জুন) সকালে হাতীবান্ধা ও পাটগ্রাম দুই উপজেলার ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইন করে বিএসএফ।

পুশইনের শিকাররা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতখুটা এলাকার মকবুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই এলাকার পুটুনী গ্রামের মৃত কামেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরি এলাকার আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা (৫০)।

সীমান্তবাসী ও বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১ এস পিলার এলাকা দিয়ে ৩জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি তাদের ৩ জনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। আটককৃতরা ৮/১০ বছর পূর্বে অবৈধভাবে ভারতে গিয়ে বোম্বে শহরে কাজ করছিলেন। এখন তাদেরকে ধরে এনে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি হওয়ায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। আমরা তাদের পরিচয় যাচাই বাছাই করে তাদের নিকট আত্নীয়দের কাছে হস্তান্তর করব।

এ দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবি সীমান্তের ৮৯১ নং পিলার এলাকায় ৯ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে বিএসএফ। ফলে তাদেরকে শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। তাদের প্রতিহত করতে কঠোর নজদারিতে রয়েছে বিজিবি। একইভাবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তের শূন্যরেখায় রয়েছে নারীসহ ৬ জন। সব মিলে লালমনিরহাট সীমান্ত এলাকায় ৩ জন পুশইন ও ৯ জন শূন্যরেখায় অবস্থান করছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *