
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট
সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে আরও ১৫০ জনকে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবরোধ সৃষ্টি, সরকারি কর্মচারীর কাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ১২, তারিখ ১৫/০৬/২০২৫। দায়ের করা হয়েছে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩৪২/১৮৬/ ৩৪ ধারায়।
মামলার প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৫ জুন) দুপুরে জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান’র গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চিহ্নিত পাথর ব্যবসায়ী আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা। বিক্ষোভ চলাকালে গাড়িবহরের চলাচলে বিঘ্ন ঘটে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।