ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না: জার্মান চ্যান্সেলর

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সামরিক পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৫ জুন) ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চ্যান্সেলর মের্জ বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি রোধে আমরা সব ধরনের কূটনৈতিক চেষ্টা করেছি। কিন্তু তা ব্যর্থ হয়েছে। ফলে আমরা আর উদাসীন থাকতে পারি না। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।”

এ সময় তিনি আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়ে বলেন, “ইসরায়েল আমাদের কাছে কিছু দমকল সরঞ্জাম চেয়েছে, আমরা দ্রুতই তা সরবরাহ করব।”

চ্যান্সেলরের দপ্তর থেকে জানানো হয়, ইরান-ইসরায়েল উত্তেজনা যাতে আরও বিস্তৃত না হয় এবং যুদ্ধ ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, “আমাদের দায়িত্ব এখন যুদ্ধ থামানো, যুদ্ধ বাড়ানো নয়।”

ওমানের সঙ্গে আলোচনায় দুই নেতা কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। চ্যান্সেলর মের্জ ওমানকে মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

এদিকে একই দিন ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার ষষ্ঠ দফা বাতিল করা হয়েছে। এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালায়।

প্রসঙ্গত, শুক্রবার থেকে ইসরায়েল ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি স্থাপনাগুলোতে টানা হামলা চালাচ্ছে। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *