ইসরাইলিদের ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ছাড়ার আহ্বান ইরানের সশস্ত্র বাহিনীর

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

নিরাপত্তার জন্য ইসরাইলিদেরকে ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে ইরানের সশস্ত্র বাহিনী।

রোববার (১৫ জুন) দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরাইলিদের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরা’র।

ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি ডেটা ব্যাংক রয়েছে এবং আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে নৃশংস শাসকগোষ্ঠীকে আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই এলাকার কাছাকাছি থাকবেন না বা ভ্রমণ করবেন না।

এদিকে ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থাগুলো উত্তর উপকূলীয় বন্দর শহর হাইফার ‘একটি বসতিতে’ ইরানি হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তির ক্ষতি হয়েছে।

হাইফা শহরে চালানো ইরানি হামলার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরটির রাতের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। ইসরাইলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং ঘটনাস্থলে পুলিশের নির্দেশাবলী মেনে চলতে অনুরোধ করছি।

তবে গোলার আঘাতে আহত দু’জনকে হাসপাতালে নেয়ার খবর দিয়েছে ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস, ম্যাগেন ডেভিড অ্যাডম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *