ইরানে নিহত বেড়ে অন্তত ৪০৬, আহত ৬৫৪ জন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫৪ জন।

রোববার (১৫ জুন) ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। ইরানে নিজেদের একটি আলাদা সূত্র আছে এই মানবাধিকার সংস্থাটির। তারা তাদের এই সূত্রের তথ্য ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের তথ্য ক্রসচেক করে নিহত ও আহতের এ সংখ্যা জানিয়েছে।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সেনা কতজন এবং বেসামরিক মানুষ কতজন এখন সেটি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।

এদিকে শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ সেনা অভিযান শুরু করে ইরান। এতে ২ জন নিহতসহ আহত হয়েছেন ৬৩ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *