প্রথমবারের মতো চাঁদপুর সরকারি হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেন্টার

Spread the love

চাঁদপুর প্রতিনিধি।

চাঁদপুরে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হতে যাচ্ছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে এই ইউনিট স্থাপনের কাজ চলছে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই সেবা চালু হবে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।

কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু হলে চাঁদপুরের কিডনি রোগীদের জন্য এটি হবে একটি বড় স্বস্তির বিষয়। ঢাকায় কিংবা ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে আর যেতে হবে না। কম খরচে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া যাবে এখানেই। প্রতিটি বেডে দিনে দুই থেকে তিন বার পর্যন্ত ডায়ালাইসিস করানো সম্ভব হবে, যা সপ্তাহজুড়ে অনেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।

তবে ডায়ালাইসিস ইউনিট গড়ে তোলায় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে জায়গার সংকট তৈরি হয়েছে। ওয়ার্ডের ভেতরের দুই পাশে সেন্টার নির্মাণ করায় সাধারণ রোগীদের জন্য শয্যার সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকেই বারান্দা ও করিডরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

করিডরে চিকিৎসা নেওয়া রোগী আবুল কালাম বলেন, মাথায় আঘাত পেয়ে হাসপাতালে এসেছি, কিন্তু কোনও সিট খালি নেই। বৃষ্টির মধ্যে বারান্দায় চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন অবস্থায় চিকিৎসা নেওয়া সম্ভব না। ভাবছি বেসরকারি হাসপাতালে চলে যাব।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ডায়ালাইসিস সেন্টার চালু হলে রোগীরা বড় উপকার পাবে। মাত্র ৩০০ টাকা ফি নিয়ে কিডনি ডায়ালাইসিস করানো হবে। তবে জায়গার সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ভবন না হলে ওয়ার্ডে শয্যা বাড়ানো যাবে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *