
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইরান ও ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
একই সাথে তিনি তেহরানে জোর করে শাসনব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করেছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তেহরানের ধর্মীয় গোষ্ঠীর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার উদ্দেশ্যও হবে একটি কৌশলগত ভুল।’ বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানায়।
ম্যাখোঁ কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অর্জন করতে পারে, তাহলে তা খুবই ভালো একটি বিষয়।’
ইসরায়েল ও ইরান উভয়কেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যারা ভেবেছেন বাইরে থেকে বোমা হামলা করে আপনি একটি দেশকে বাঁচাতে পারবেন, তারা সর্বদা ভুল করেছেন।