বৃষ্টির মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল তখন এই সুযোগকে কাজে লাগিয়ে তারা পুশ ইন করে।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ওদের পুশ ইন করে।

এর আগে ভারতীয় পুলিশ হরিয়ানা এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদের আটক করে মাসুদপুর দিয়ে পুশ ইন করে।

পুশ ইনকৃতদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু তাদের হেফাজতে থাকা ২০ জনের উদ্ধৃতি দিয়ে জানান, ঠেলে দেওয়া এ ২০ জন বিভিন্ন সময় প্রায় ১০ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ানা এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল।

পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যেই ঠেলে দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহলদল সীমন্ত এলাকা থেকে তাদের হেফাজতে নেয়। স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করে এবং তাদের দেওয়া তথ্য যাচাই করে।

তিনি আরও জানান, তাদের হেফাজতে থাকা ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২ দফায় গোমস্তাপুর সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে বিভিষণ সীমান্ত দিয়ে ও ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *