
সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরায় প্রথম করোনায় আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত রোগী মাহফুজার রহমান (৬১) সাতক্ষীরা পৌরসভার এলাকার বাসিন্দা।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে করোনা টেস্টে পজিটিভ হলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা জানান, হাসপাতালের সপ্তম তলায় আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
তবে ৬১ বছর বয়স্ক ওই রোগী ডায়াবেটিস, কিডনি ও হার্ডসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তবুও রোগী সুস্থ রয়েছেন। আরও নিশ্চিত হতে তাকে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।