মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব থাকলেও এতে সরাসরি সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত নয় বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক গোলটেবিল আলোচনায় পুতিন এসব কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি।

পুতিন আরও বলেন, অতীতে রাশিয়া ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিয়েছিল। তবে ইরান নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, তেহরান নিজের সুরক্ষার দায়িত্ব নিজেই নিতে চায়।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানালেও এখন পর্যন্ত সেগুলো ধ্বংস হয়নি, বরং অক্ষতই রয়েছে।

সংঘাত নিরসনে রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে পুতিন জানান, রাশিয়া কোনো পক্ষকে সমাধান চাপিয়ে দিতে চায় না। বরং আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খোঁজা হচ্ছে। আমরা কাউকে কিছু বলছি না বা চাপ দিচ্ছি না। শুধু বলছি-এই সংকট থেকে কীভাবে উত্তরণ সম্ভব।

তিনি বলেন, ইরানিরা এখন সংকটময় মুহূর্তে নিজেদের নেতৃত্বের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। পরিস্থিতি যতটা জটিলই হোক, এর সমাধান কূটনৈতিকভাবে সম্ভব বলেই তিনি বিশ্বাস করেন।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন বলে জানান তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *