
স্টাফ রিপোর্টার |
দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকালে সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানাপুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন থেকে তাদের আটকের পর থানা হেফাজতে রাখা হয়।
জানা গেছে, দীর্ঘদিন চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া গ্রামে মাদকের রমরমা ব্যবসা পরিচালিত হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ওই গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী।
এসময় ওই এলাকার মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে রবিউল সরকার (৪০), মৃত নিজাম উদ্দীনের ছেলে শাহাদাত হোসেন (৩৫), আব্দুল মজিদের মেয়ে মোমিনা বেগম (৫০) এবং আবুল হোসেনের মেয়ে আরিফা খাতুন (৩৫) কে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
যৌথবাহিনীর এ অভিযানে ৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, নগদ ৪ লাখ টাকা ও ৯ টি মোবাইল ফোন ছাড়াও বিপুল সংখ্যক ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।
অভিযানে পার্বতীপুর মডেল থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম ছাড়াও পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন।