সিংগাইরে বাসচাপায় ট্রাক চালক নিহত

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট,  মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিংগাইরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাক চালকের সহকারী রতন মিয়া।

শুক্রবার (১২ জুন) সকাল ৮ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভুলু মিয়ার ছেলে।

ট্রাক চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার এস.আই আসাদুজ্জামান বলেন, সকালে উপজেলার কাশিমনগর এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাসের চাপায় মারা যায় ট্রাক চালক বিল্লাল হোসেন এবং গুরুতরভাবে আহত হয় তার সহকারী রতন। বিল্লালের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ট্রাক চালকের সহকারী রতন মিয়া।

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এস.আই আসাদুজ্জামান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *