ট্রাম্পের ওপর আস্থা রাখুন: হোয়াইট হাউস

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ট্রাম্প-সমর্থকদের উদ্দেশে বার্তা দেওয়ার কথা বলা হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই আহ্বান জানান।

শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উদ্দেশে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখুন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার নেতৃত্বে আমেরিকা ‘শক্তির মাধ্যমে শান্তি’ অর্জন করেছিল, যা বিশ্বকে নিরাপদ রেখেছিল।

তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে, যদিও ট্রাম্প কেন এখনো মনে করছেন যে আলোচনার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ইরানে শাসনব্যবস্থা বা সরকার পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হলে লেভিট বলেন, প্রেসিডেন্টের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

এছাড়া ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা জানান তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার একটা বাস্তব সুযোগ সামনে আছে কি না, এই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কিনা।

লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তবে প্রয়োজনে শক্তি ব্যবহারে তিনি দ্বিধা করেন না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *