
আন্তর্জাতিক ডেস্ক।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪–এর প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান।
শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। মূলত এর কয়েকদিন আগেই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর ভবনে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। যার প্রেক্ষিতেই ইসরায়েলি এই চ্যানেলটি খালি করতে হুঁশিয়ারি দিলো তেহরান।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি স্ক্রিনশট অনুযায়ী, ইসরায়েলের চ্যানেল ১৪-এর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, এই সম্প্রচারমাধ্যম সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং এটি ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ হামলার লক্ষ্য হিসেবে বিবেচিত।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে: পরবর্তী কয়েকদিনের মধ্যে এই চ্যানেল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হবে। তাই ভবন দ্রুত খালি করে দেওয়া এবং সেখানে আর না ফেরার জন্য অনুরোধ করা হচ্ছে।
মূলত গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করেছে। এর মধ্যেই গত সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি–এর ভবনে হামলা চালায় ইসরায়েল।
সরাসরি সম্প্রচার চলাকালীন চালানো সেই হামলায় ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।