
চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে আলমডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কেশবপুর গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাদু (৪৬) নামের ওই ব্যক্তিকে আটক করে। আটক জাদু কেশবপুর গ্রামের মৃত দেলবার হোসেনের ছেলে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, জাদু ৯ বছর আগে বড় বোয়ালিয়ায় জনি ও ডুবার নামে দুই ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। এলাকাবাসীর দাবি, তিনি বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জাদুকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে আরও একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির বাথরুমের কমোড থেকে চার রাউন্ড গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘হারদী ইউনিয়নের কেশবপুর গোরস্থানপাড়া এলাকা থেকে অস্ত্রসহ জাদুকে আটক করে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’