যুক্তরাষ্ট্র ‘পরমাণু হামলার জবাব দেবে’ শুনেই রকেট ছুড়ল উত্তর কোরিয়া

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ জুন) এমন দাবি তুলে হুঁশিয়ারি দেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বলেন, সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন।

তবে দক্ষিণ কোরিয়ার হুমকির তোয়াক্কা না করে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে ১০টি মাল্টিলঞ্চার রকেট ছোড়ে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও বারবারই কিম প্রশাসন দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করছে তারা।

এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে পিয়ংইয়ংকে সতর্ক করেছে সিউল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয়, সেটি ওয়াশিংটন ও সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এদিকে, দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পরপরই অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিম প্রশাসন।

উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলোকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *