ফেনীতে সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Spread the love

ফেনী প্রতিনিধি।

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) রাতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার ওই ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুই শিশু হল—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সাল পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা পরিবারসহ সাত মন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকত।

ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খেলতে বের হয় ফয়সাল ও সাখাওয়াত। এরপর তারা পাশের একটি নির্মাণাধীন ভবনের দিকে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাতেই ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত দুই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ তদারকি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *