
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় দুইজনে।
শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মারা যাওয়া ফজিলাতুন্নেছা (৭১) গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় এই ৬ জনের করোনা ধরা পড়ে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত হয়েছেন ৫৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৭ জন।