
আন্তর্জাতিক ডেস্ক।
ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এখনো এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও অবকাঠামোর ওপর “একাধিক হামলা” চালিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে, ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত।