
মিরপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (১৮ জুন) দিনব্যাপী মিরপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে মিরপুর পৌর বিএনপির নতুন নেতৃত্ব গঠিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় ত্রুটির কারণে ২১ জুন বেলা ৩ টায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম আলী নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর মহিলা কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৬৩৯ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৭৬ জন। পল্টু মন্ডল ফুটবল প্রতীকে ২৭৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হোন। হাসান আলী চেয়ার প্রতীকে ২৬১ ভোট পেয়ে সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়।
নতুন কমিটিতে পল্টু মন্ডল ১ম সাংগঠনিক সম্পাদক এবং হাসান আলী ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম হারছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মজিদ প্রধান নির্বাচন কমিশনার, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হক।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।