
কুষ্টিয়া প্রতিনিধি:
২২ জুন ২০২৫, ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জোনের বাছাইপর্ব। গত কাল এই বাছাইপর্ব সফলভাবে সম্পন্ন হয়। তিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা উদ্যমী ও প্রতিভাবান সাঁতারুরা এতে অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালি উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলা থেকে সর্বমোট ২১০ জন সাঁতারু বাছাইপর্বে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিশু, কিশোর ও কিশোরীরা প্রাথমিক পর্যায়ে সময়, দক্ষতা, শারীরিক ফিটনেস ও মৌলিক সাঁতারের কৌশলে পারদর্শিতা প্রদর্শন করেন। বিচারকদের প্রাথমিক পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে ১২৬ জন প্রতিযোগীকে দ্বিতীয় পর্বের জন্য ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়।
বিশেষভাবে লক্ষ্যণীয় যে, এই ১২৬ জন সাঁতারুর মধ্যে কুমারখালীর শিলাইদহ সুইমিং ক্লাব থেকে ১৮ জন, আমলা সাগরখালী সুইমিং ক্লাব থেকে ৫২ জন, আমলা সুইমিং ক্লাব থেকে ৪২ জন, চুয়াডাঙ্গা জেলা থেকে ৫ জন এবং মেহেপুর সুইমং ক্লাব থেকে ৯ জন, প্রতিযোগী ইয়েস কার্ড অর্জন করেছেন। এতে করে স্পষ্ট হয়েছে যে, স্থানীয় ক্লাবগুলো তরুণ প্রজন্মকে সাঁতারে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি প্রান্ত থেকে সাঁতারে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে তাদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা। বাছাইপর্বের এই সফল আয়োজনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাঁতারের সম্ভাবনা নতুনভাবে উন্মোচিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আয়োজনটি সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে ইয়েস কার্ড পাওয়া সাঁতারুরা অংশগ্রহণ করবেন, যেখানে আরও কঠোর পর্যবেক্ষণ ও ট্রায়ালের মাধ্যমে জাতীয় পর্যায়ের জন্য সেরা প্রতিভাদের নির্বাচন করা হবে। আশা করা যায়, এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সাঁতারুদের অংশগ্রহণ ও সাফল্য অর্জন শুধু সময়ের ব্যাপার।